নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কার বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও আসেনি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জানিয়েছেন ডিবি প্রধান।
ডিবির হেফাজতে থাকারা হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
নানা মহল থেকে পুলিশকে বলা হচ্ছে এ সমন্বয়কদের যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু ডিবি দাবি করেছে, এমন কোনো সিদ্ধান্ত আসেনি।
হারুন বলেন, ‘কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে ছাড়ার সিদ্ধান্ত এখনো আসেনি। ’
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ