শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

প্রকাশনার সময়: ৩০ জুলাই ২০২৪, ০৯:০৫ | আপডেট: ৩০ জুলাই ২০২৪, ০৯:০৯

সাদামেঘে শ্রাবণ দিনে ঝুমছে পড়া বৃষ্টি, রজত ধারা বাদল দিনে দূরে যায় না দৃষ্টি। অঝোর ধারায় বৃষ্টি পড়ে, কদম-কেয়ার বনে। বৃষ্টিফোঁটা, হীরের ফালি উদাস করে মনে।

রাজধানীতে আজ ভোর থেকেই ফের নেমেছে বৃষ্টি। কখনো ঝিরিঝিরি আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে, সঙ্গে ছিল কনকনে হাওয়া। শ্রবাণের মাঝামাঝি সময়ে হঠাৎ এ বৃষ্টিতে পথচারীরা বিপাকে পড়েন।

দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ