ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শাহবাগে সুড়ঙ্গ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০২:১৮

রাজধানীর শাহবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলা ও চারতলা হতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।

ভবনটির নিচতলা, দোতলা এবং তিন তলায় বার ছিল বলে জানা গেছে। বারের স্বত্বাধিকারী, ম্যানেজার, কর্মীসহ অনেককেই অভিযানের সময় পাওয়া যায়নি। অভিযানের শুরুতে দেখা যায়, বারটির স্টোরেজ তালাবদ্ধ অবস্থায় আছে। ভবনের ৪র্থ তলায় বিপুল পরিমাণ অবৈধ মদের মজুদ ছিল। আর নিচে সুড়ঙ্গের ভেতরেও পাওয়া গেছে বিপুল পরিমাণ মাদক। এছাড়া ভবনটিতে রাখা খাটিয়া ও সুড়ঙ্গের নিচেও মাদক পাওয়া গেছে।

জানা গেছে, এ অভিযানে প্রায় ২৫০০ পিস দেশি বিয়ার, ৭০০ বোতল বিদেশি মদ, ১৫০০ পিস বিদেশি বিয়ার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য কোটি টাকার ওপরে।

বারের মালিক বৈধ ব্যবসার আড়ালে অবৈধ মদের ব্যবসা চালাত বলে জানিয়েছে র‍্যাব।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ