মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসিতে বিকেলে সভা

প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২৪, ১৩:৩৫ | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১৩:৪১

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মতবিনিময় সভা ডেকেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে ডিএনসিসি এলাকার বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজের প্রিন্সিপালরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সোমবার (২৯ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আজ বিকেল ৪টায় গুলশানে ডিএনসিসি নগর ভবনে এ সভায় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সভায় সভাপতিত্ব করবেন উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ