ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে শুক্রবার ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি জেলায় সিদ্বান্ত নেবে জেলা প্রশাসন। অন্যান্য জেলায় কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল থাকবে। তবে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা।
এছাড়া নাশকতাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান চলবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়। উদ্ভূত পরিস্থিতিতে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
এ ধারাবাহিকতায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয়। এ সময় অন্যান্য জেলায়ও ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল রাখে জেলা প্রশাসন।নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ