ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আজ

প্রকাশনার সময়: ২৪ জুলাই ২০২৪, ০৯:১৫

যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, তবে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনের কারণে বন্ধ হয় রেল যোগাযোগ।

এ বিষয়ে আজ (বুধবার, ২৪ জুলাই) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম।

তিনি বলেন, মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে। আন্তনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে সেদিন দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে, আজ (বুধবার, ২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ সময়ে দূরপাল্লার বাস চালাতে মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। অভ্যন্তরীণ রুটের বাসের বিষয়ে তিনি বলেছেন, কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। রবি, সোম ও মঙ্গলবার (২১, ২২ ও ২৩ জুলাই) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। আজ ঢাকাসহ ৫ জেলায় ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। মঙ্গলবার রাজধানীতে দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ