ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

ঢাকায় পুলিশের সঙ্গে বিএনপির ইট-পাটকেল নিক্ষেপ

প্রকাশনার সময়: ১৭ জুলাই ২০২৪, ১৪:৪৭

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে মঙ্গলবার নিহত ছয়জনের স্মরণে বিএনপি আয়োজিত গায়েবানা জানাজা কর্মসূচির পর পুলিশের সঙ্গে কিছুক্ষণ সংঘর্ষ হয়েছে। একপক্ষ আরেক পক্ষের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। বায়তুল মোকাররম এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টা থেকে শুরু হয় এ ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর বিএনপি গায়েবানা জানা কর্মসূচি পালন করে। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু সময় বক্তব্য দেন। গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জোনায়েদ সাকিসহ নেতাকর্মীরা বায়তুল মোকাররমে ঢুকতে চেয়েছিলেন। তবে তাদের বাধা দেওয়া হয়।

কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা অংশ নেন।

এর আগে মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে ডিবি প্রধান হারুন-অর-রশিদ বলেন, বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শতাধিক ককটেল, পাঁচ-ছয় বোতল পেট্রল, ৫০০ লাঠিসোঁটা, ৭টি দেশি-বিদেশি অস্ত্র পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে কার্যালয়ের সামনে ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ হয়। এর পর সেখানে ব্যাপক পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ কার্যালয়ে প্রবেশ করে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ