তিস্তা প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন আমাদের কাছে অফার দিয়েছে এবং ভারতও আমাদের কাছে অফার দিয়েছে। যেটা আমাদের কাছে যুক্তযুক্তি মনে হবে আমরা সেটাই গ্রহন করবো। তবে আমি এখানে বেশি প্রাধান্য দিবো যে, ইন্ডিয়া কাজটা করুক।
রোববার (১৪ জুলাই) বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তিস্তা বিষয়টা বহু আগের। আর যেহেতু তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকিয়ে রেখেছে। কাজেই তাদের কাছ থেকে যদি আমাদের কাজ আদায়ই করতে হয়, তাহলে এ প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। আর এ প্রজেক্ট করার জন্য যা যা করা দরকার, তার সবই তারা দিবে। চীন তো রেডিই কিন্তু আমি চাচ্ছি এটি ইন্ডিয়াই করে দিক।
এর আগে গত ৮ জুলাই বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়। এরপর দুই দেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ