ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

‘কোটা নিয়ে সংসদে বিল আনা হলে ভূমিকা রাখবে জাতীয় পার্টি’

প্রকাশনার সময়: ১৪ জুলাই ২০২৪, ১২:০৯

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, শিক্ষার্থীদের কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা আছে। কোটা যেভাবে আছে তা চলতে পারে না। সংসদে বিল আনা হলে জাতীয় পার্টি ভূমিকা রাখবে।

আজ রবিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।

চুন্নু বলেন, কোটা যেভাবে আছে তা চলতে পারে না, সংসদে বিল তোলা হলে জাতীয় পার্টি ভূমিকা রাখবে। সরকারের উচিত আন্দোলনকারীদের দাবি মেনে নেয়া। এ সময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের ব্যর্থতায় দেশে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে দুর্নীতি। তার দল দেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

উল্লেখ্য, ৪ জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ