বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু বলেছেন, গত ছয় মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি। বর্তমানে ১৮টি জেলায় অতি বৃষ্টি হচ্ছে। এতে অনেক ফসলের জমি তলিয়ে গেছে। সে কারণে কাঁচামরিচসহ সবজির দাম বেড়েছে। এ মূল্য বৃদ্ধি সাময়িক। মজুতদারি করে কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছে। তবে দেশটির নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এতে আমদানিতে সময় লাগছে। ভারতীয় পেঁয়াজ এলে দাম কমে যাবে। পাশাপাশি ভোজ্যতেলের জন্য ব্রাজিলের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান প্রসঙ্গেও কথা বলেন আহসানুল হক টিটু।
তিনি বলেন, সব রাজা-মহারাজার সময়েই কিছু অসাধু কর্মকর্তা দুর্নীতি করে। এখনও তাই হচ্ছে। এসব ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ