ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

এক হাত নেই, তবুও কোটা আন্দোলনে

প্রকাশনার সময়: ১২ জুলাই ২০২৪, ২০:৫১

কোটাবৈষম্য নিরসনের এক দফা দাবিসহ সারাদেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে এসে অবস্থান করে। সেখানে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রম ছিলেন রিপন মাহমুদ। এক হাত নেই, তবুও বাংলাদেশের পতাকা হাতে সামনের সারিতে তার অবস্থান।

জানা গেছে, রিপন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। আন্দোলনে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই হতে পারে। এটা জেনেও কোটা আন্দোলনের স্লোগানে গলা ফাটাচ্ছেন তিনি।

রিপন স্লোগান দিচ্ছেন, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’।

জানতে চাইলে রিপন বলেন, ‘আমরা নিজের জীবন দিয়ে হলেও পরবর্তী প্রজন্মকে কোটামুক্ত রাষ্ট্র উপহার দিয়ে যেতে চাই। জীবন দিয়ে দিবো, তবুও আমরা আন্দোলন থেকে পিছু হটবো না।

তিনি আরও বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হলেও দাবি না মানা পর্যন্ত আন্দোলনে থাকতে চাই।’

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ