ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টির পর ঢাকায় পানিপথের যুদ্ধ

প্রকাশনার সময়: ১২ জুলাই ২০২৪, ১৩:০৩ | আপডেট: ১২ জুলাই ২০২৪, ১৩:১২

ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশের পানিপথ নামক স্থানে তিনটি বিখ্যাত যুদ্ধ সংগঠিত হয়েছিল যে যুদ্ধগুলো ইতিহাসে পানিপথের যুদ্ধ নামে পরিচিত। স্কুলে পাঠ্যবইয়ে পানিপথের যুদ্ধের সঙ্গে কমবেশি পরিচয় রয়েছে বেশির ভাগ মানুষের। আজ সকালের কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানী ঢাকাতেও হয়ে গেল অন্যরকম এক যুদ্ধ।

টানা বৃষ্টিতে রাস্তাগুলো ডুবে যাওয়ার পর ছুটির দিন সকালে বাইরে বের হওয়া মানুষগুলোকে পানিপথে যুদ্ধ করেই পার হতে হয়েছে। ডুবে যাওয়া রাস্তা পার হয়ে গন্তব্যে পৌঁছানো এক রকম যুদ্ধ হয়ে দাঁড়ায়। বৃষ্টির কারণে সড়কে কোথাও হাঁটুপানি, কোথাও কোমর সমান পানি জমেছে। এক কথায় বলতে গেলে ঢাকা হয়ে উঠেছে বৃষ্টির পানিতে টইটুম্বুর।

আষাঢ়ের এ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নিয়ে এলেও সঙ্গে রয়েছে নানা ভোগান্তি। কারণ জলাবদ্ধতা। ভোর ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি পানি জমে গেছে। কিছু সড়ক এমন আছে যেখানে কোমর পর্যন্ত পানি হয়েছে।

এতে দুর্ভোগে পড়েছেন পথচারী ও শ্রমজীবীরা। সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েছেন আজ শুক্রবারের (১২ জুলাই) পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা। প্রত্যেকে ভিজেই পরীক্ষার হলে উপস্থিত হয়েছেন। তবে কেউ কেউ হলে এসে এমন বলেছেন যে, পানিপথের যুদ্ধ শেষ করে এসেছেন তারা।

রাজধানীর মগবাজার এলাকায় দেখা গেছে, প্রতিটি অলি-গলিসহ মূল সড়কেও হাঁটু পরিমাণ পানি জমেছে। মিরপুরে আরও খারাপ অবস্থা। রাস্তায় কোমর সমান পানি। হেঁটে যে কেউ পার হবে তার কোনো অবস্থা নেই। শান্তিনগর, মৌচাক এলাকার প্রধান সড়কে রয়েছে কোমর সমান পানি।

একই অবস্থা শাহবাগ, গ্রিনরোড, পান্থপথ, উত্তরা, বনানী, জাহাঙ্গীর গেট, মোহাম্মদপুরের তাজমহল রোড, বিজয়নগর, বসুন্ধরা, বিজয় সরণি, বাংলা মোটর, ধানমন্ডি, আফতাবনগর, বাড্ডা, আজিমপুর এলাকায়।

সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু আবারও শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে। বঙ্গোপসাগর থেকে দেশের উপকূল দিয়ে প্রবেশ করছে প্রচুর মেঘ। সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় মেঘ বাধা পেয়ে বৃষ্টি বেড়েছে।

আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ