ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

সকালের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী

প্রকাশনার সময়: ১২ জুলাই ২০২৪, ০৭:৫৬

আষাঢ়ের ভোর-রাতে ভেঙে গেল ঘুম, বাদল নূপুর শুনি, ঝুম ঝুম ঝুম! আধো-আলো আঁধিয়ারে চেয়ে দেখি বারে বারে, জল-ভরা বাদলের নাচনের ধুম; জলের ঘুঙুর বাজে রুম ঝুম ঝুম। ঘন-ঘোর আষাঢ়ের প্রকাশ, থম‌থমে আকাশের নব-উচ্ছ্বাস; গুরু গুরু মাঝে মাঝে মেঘের ডমরু বাজে, নেচে ফেরে ঝিরিঝিরি বাদল-বাতাস...

আষাঢ় মাস চলে আর বৃষ্টি হবে না এমন তো হতে পারে না। এ জন্যই হয়তো আষাঢ়ের শেষ সময়ে এসে সাপ্তাহিক ছুটির দিন আজ সকালেই ঢাকা ভিজেছে বৃষ্টিতে।

ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি কমবেশি রাজধানীর প্রায় সব এলাকায় ঝরেছে। সড়কে যানবাহন চলাচল খুবই কম ছিল। এর মধ্যেও যারা বের হয়েছেন, তারা ছাতা মাথায় না-হয় ভিজে ভিজে গন্তব্যে গেছেন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। যার ফলে দেশের সব বিভাগেই শুক্রবার (১২ জুলাই) রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তবে বর্ধিত পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ