গাছে গাছে ডাকছে পাখি, সূর্য মামা দিল উঁকি। হিমেল হাওয়া বলে গেল, নতুন দিন শুরু হলো। আজকের দিনটি কতটা সুন্দর হবে তা সকালের শুরুটাই বলে দেবে। চায়ের কাপে চুমুক দিতে দিতে জেনে নিন আজকের আবহাওয়া কেমন যাবে। আজ বৃষ্টি হবে কি হবে না জেনে নিন দিনের শুরুতেই।
দেশের অনেক জায়গায় আগামী তিন দিন টানা বৃষ্টি হতে পারে। এ সময়ের শেষ দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আকাশে মেঘের ঘনঘটা আপনি ব্যাগ নিয়ে বের হলে সঙ্গে ছাতা এবং বোতলভর্তি পানি নিতে ভুলবেন না। অবশ্যই মনে রাখতে হবে- বাইক নিয়ে বের হলে সঙ্গে হেলমেট রাখতে ভুলবেন না। পথেই ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। খানিক পরই আকাশে রোদের ঝলকানি দেখা দিতে পারে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ