দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বেনজীর আহমেদ, তার স্ত্রী ও কন্যার নামে বান্দরবানের সুয়ালক মাঝের পাড়া এলাকায় ২৫ একর জমি লিজ নেওয়া রয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে জেলার সুয়ালক ইউনিয়নে স্ত্রী, কন্যা ও নিজের নামে কেনা ২৫ একর জমি জিম্মায় নেয়া হয়।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, বান্দরবানে বেনজীরের অবৈধ জায়গা জমি নিয়ে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জিম্মায় নেয়া জমি দেখভালের জন্য একটি রিসিভার নিয়োগ দেয়া হয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ