ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ ১৪৪৫

সারাদেশে ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, ঢাকার আকাশে ঝিরিঝিরি বৃষ্টি

প্রকাশনার সময়: ২৮ জুন ২০২৪, ১১:২৭

সকাল থেকে রাজধানীর আকাশ ছিল মেঘলা। ভোর থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিছুটা বিরতি নিয়ে এখনও ঢাকার অনেক এলাকায় ঝড়ছে। এর আগে, রাতে রাজধানীতে এক পশলা বৃষ্টি হওয়ায় আবহাওয়া ছিল ঠান্ডা। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর তাই বৃষ্টি স্বস্তিই বয়ে এনেছে।

এছাড়া দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। ঝড়ের কারণে সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার (২৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই আজ শুক্রবার রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও।

এদিকে আবহাওয়া বার্তায় বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ