মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধক ফাইজার বায়োএনটেকের আরও ২৫ লাখ ডোজ টিকা আজ সোমবার দিনগত রাত দেড়টায় কার্গো বিমানযোগে দেশে আসবে।
এ তথ্য নিশ্চিত করে সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আরও ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে এসেছে। আজ আরও ২৫ লাখ ডোজ দেশে আসলে এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ