ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে নয়া শতাব্দী পরিবারের অভিনন্দন 

প্রকাশনার সময়: ২৬ জুন ২০২৪, ১৯:৩৪ | আপডেট: ২৬ জুন ২০২৪, ২১:৫৫

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও বাংলাদেশের প্রতিথযশা সম্পাদক মো. নাঈমুল ইসলাম খানকে অভিনন্দন জানিয়েছে নয়া শতাব্দী পরিবার।

বুধবার (২৬ জুন) নয়া শতাব্দী পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান, উপ-সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং বার্তা সম্পাদক শফিক বাশার।

এ সময় নাঈমুল ইসলাম খান নয়া শতাব্দীর উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমে নয়া শতাব্দী নতুন এক অর্জনের পথে যাবে। নয়া শতাব্দী তার ‘সত্যের নতুন সারথী’ স্লোগানটি ধারণ করে সত্য সন্ধানে সবসময় নিবেদিত থাকবে। পত্রিকাটি শুরু থেকেই দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে।

বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে মাত্র তিন বছরের মধ্যে সংবাদপত্রটি পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন- দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সাংবিধানিক শাসনের স্বার্থে পত্রিকাটির দায়িত্বশীলতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। সুন্দর লেখনীর মাধ্যমে ভুলগুলোর গঠনমূলক সমালোচনা করবে এবং ভালো কাজগুলোর প্রশংসা করবে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা এবং সাম্প্রদায়িকতা নির্মূলে পত্রিকাটি সবসময় সরব থাকবে- এমনটাই প্রত্যাশা করছি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ