ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজধানীতে তীব্র গরমে হঠাৎ বৃষ্টি

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৪, ১৫:৪৭ | আপডেট: ২৫ জুন ২০২৪, ১৬:০৪

রাজধনীতে তীব্র গরমে হঠাৎ বৃষ্টি। স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। এ যেন এক প্রশান্তির ছোঁয়া। পুরো রাজধানীজুড়ে না হলেও ঢাকার কিছু কিছু এলাকায় হয়েছে বৃষ্টি। অনেকেই বৃষ্টি হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন- ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। যদিও সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা। তবুও প্রশান্তির কথা জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৫ জুন) ৩টা ৪৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা, নতুনবাজার, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্টসহ একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রংপুর, সৈয়দপুর এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ