ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

২৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে 

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৪, ১২:৩৮

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে তীব্র গরমে অস্বস্তি বিরাজ করছে। ২৪ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৫ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি বর্ষণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এ অবস্থার মধ্যেও অনেক জায়গায় তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায়।

রাজশাহীতে সোমবার (২৪ জুন) দেশের সর্বোচ্চ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশে আরও বেশ কিছু জায়গাতেই তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে, যা তাপপ্রবাহ হিসেবে বিবেচিত। রাজধানী ঢাকায়ও তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি ছুঁই ছুঁই।

আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই এক সপ্তাহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রংপুর, নীলফামারীর সৈয়দপুর এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি বুধবার (২৬ জুন) সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া সারাদেশে বুধবার রাত পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন বৃহস্পতিবার (২৭ জুন) দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ