স্বপ্ন ঘেরা একটা রাত শেষ হয়ে গেল। সূর্য মামার আগমনে ভোর যে আজ হলো। কোকিলের কুহু ডাকে ঘুম ভাঙল। আলো আঁধারে এ কী মিলন মেলা, পাখিরা সব করছে খেলা, বলছে তারা মিষ্টি সুরে শুভ হোক সারা বেলা।
প্রিয় পাঠক কেমন আছেন সবাই। ঘুম থেকে উঠে ভাবছেন দিনটা কেমন যাবে? জানালার ফাঁক গলে আসা রোদ বলছে- শুভসকাল। দিনের শুরুতেই জেনে নিন কেমন হবে আজকের আবহাওয়া।
আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে- রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আকাশে মেঘের ঘনঘটা আপনি ব্যাগ নিয়ে বের হলে সঙ্গে রাখুন ছাতা এবং বোতলভর্তি পানি। আর যদি বাইক নিয়ে বের হন সঙ্গে হেলমেট ও রেইন কোট নিতে ভুলবেন না।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ