ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মারা গেছেন জল্লাদ শাহজাহান 

প্রকাশনার সময়: ২৪ জুন ২০২৪, ১৬:৩২ | আপডেট: ২৪ জুন ২০২৪, ১৭:০২

আলোচিত মামলায় সাজাপ্রাপ্ত ৬০ জনের ফাঁসির রায় কার্যকর করা ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন।

সোমবার (২৪ জুন) ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন তিনি।

রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব দে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশেম নামে এক ব্যক্তি সাভার হেমায়েতপুর থেকে তাকে অসুস্থ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরের দিকে তিনি মারা যান।

এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, সাভারের হেমায়েতপুর জাদুরচর এলাকা থেকে এক ব্যক্তি জল্লাদ শাজাহানকে ভোরের দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পরে ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ এখনো মর্গে রয়েছে।

‘জল্লাদ’ শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাভারে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। সোমবার রাত ৩টার দিকে হঠাৎ করেই বুকের ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ