রাজধানীতে সকালে নেমে আসে রাতের আঁধার, কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ। আর প্রবল বেগে বইতে শুরু করে ঝোড়ো হওয়া, তার মাঝেই আকাশের বুক চিরে নেমে আসে বৃষ্টি। এতে কাজের প্রয়োজনে বের হওয়া নগরবাসী পড়েছেন ভোগান্তিতে।
আষাঢ়ের শুর থেকেই বৃষ্টি ঝরছে দেশের বিভিন্ন অঞ্চলে। শনিবার (২২ জুন) হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। এতে কিছুটা সমস্যায় পড়েন দিনের শুরুতেই পথে নামা কর্মজীবী মানুষ।
এদিন সকাল সাড়ে ৮টার দিকে শুরু হয় বৃষ্টি। অফিস টাইম হওয়াতে অনেকেই কিছুটা ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির কারণে পরিবহন কিছুটা কম থাকায় বিপাকে পড়েন অফিসগামীরা।
এদিকে এক বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশের সব বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বল জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ