ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টিতে স্বস্তি নগরবাসীর

প্রকাশনার সময়: ২০ জুন ২০২৪, ১২:৩৩ | আপডেট: ২০ জুন ২০২৪, ১৭:১০

ঢাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। ঈদের পর দিন থেকে মেঘাচ্ছন্ন আকাশ ছিল; কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার কারণে গরম কমেনি। অবশেষে ঝিরিঝিরি বৃষ্টি কিছুটা স্বস্তি দিল নগরবাসীকে।

এদিকে সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে দেশের আট বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার (২০ জুন) সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে এখন মেঘমালা থাকবে। বৃষ্টিও হবে নানা জায়গায়। তবে বাতাসে আর্দ্রতা থাকায় ভ্যাপসা গরমও থাকতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য এলাকায় মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

আজ সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ