ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ ১৪৪৫

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

প্রকাশনার সময়: ১৯ জুন ২০২৪, ১০:৩৩

ঈদের টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত। এ জন্য অনেকেই ফিরছেন ঢাকায়। বাড়তি ছুটি যারা নেননি মূলত আজ তারাই ফিরছেন। সকাল থেকে রেল, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে ভিড়। ভোগান্তি এড়াতে আগে ভাগেই ফেরার কথা জানান তারা। তবে ফিরতি পথেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী।

আজ বুধবার (১৯ জুন) ভোর থেকেই, সদরঘাট টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল, ভোলা, চরফ্যাশন, ভান্ডারিয়া, লালমোহন’সহ দেশের বিভিন্ন রুটের যাত্রী বোঝাই লঞ্চ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টার্মিনালে বাড়তে থাকে ঢাকায় ফেরা মানুষের ভিড়।

ফিরতি ঈদযাত্রা শুরু হলেও, ঢাকামুখী মানুষের ঢল তেমনভাবে শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। বাড়তি চাপ না থাকায় যাত্রীরা ফিরছেন নিরাপদে এবং স্বস্তিতে। পরিবার-পরিজনের সাথে ঈদ করতে পেরে খুশি সবাই। বলছেন, ঈদযাত্রা ছিলো নির্বিঘ্ন।

ঈদ উপলক্ষ ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি ছিল। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি পান।

এদিকে ঈদের দ্বিতীয় দিনও বাড়ি ফিরেছেন অনেকে। ভিড় আর ভোগান্তি এড়াতেই, ঈদের পর ঢাকা ছেড়েছেন তারা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ