ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

বর্জ্য অপসারণে কাজ করছে ডিএনসিসির ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী

প্রকাশনার সময়: ১৭ জুন ২০২৪, ১৭:১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (১৭ জুন) ঈদের দিন দুপুর ২টায় মিরপুর সেকশন ২ এর ব্লক-এইচ রোডে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

ডিএনসিসির মেয়র বলেন, ৩ নম্বর ওয়ার্ডে একটি নির্দিষ্ট স্থানে এবং ৭ নং ওয়ার্ডে চারটি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির উদ্যোগ নিয়েছি। সবাই একসাথে একটি নির্দিষ্ট জায়গায় কোরবানি দিলে পরিচ্ছন্নতা কার্যক্রম অনেক সহজ হয়। ৭ নম্বর ওয়ার্ডের চারটি নির্দিষ্ট স্থানে ১ হাজার ২০০ পশু কোরবানি দেওয়া হয়েছে। এক স্থানে এতগুলো পশু কোরবানি দেওয়ায় বর্জ্য অপসারণের কাজ দ্রুত করা সম্ভব হচ্ছে।

ডিএনসিসি আরও মেয়র বলেন, রাত ৮টার মধ্যে নির্ধারিত ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে ডিএনসিসির ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে। কাউন্সিলর ও ডিএনসিসির কর্মকর্তারা মাঠে রয়েছেন। নগরবাসীর প্রতি অনুরোধ, আমাদের পরিচ্ছন্নকর্মীদের সহযোগিতা করুন। হটলাইন নম্বরে ১৬১০৬ ফোন দিয়ে বর্জ্যের বিষয়ে তথ্য জানাবেন। কন্ট্রোল রুম থেকে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের দিনই সবাইকে কোরবানির আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, আজকের মধ্যে কোরবানি দেওয়ার আহ্বান করছি। সম্ভব না হলে অবশ্যই মঙ্গলবার সকালের মধ্যে কোরবানি সম্পন্ন করুন। তাহলে দ্রুত শহরকে পরিচ্ছন্ন করতে পারবো।

মেয়র বলেন, এখন অনেক গরম, আবার বৃষ্টিও হচ্ছে। এই সময়ে এডিসের লার্ভা জন্মায়। তাই সবাইকে সচেতন থাকতে হবে। অনেকে আজ-কালও বাড়িতে যাবেন। বাড়ি যাওয়ার আগে ছাদ, বারান্দা, বাথরুম এগুলো পরিষ্কার করে যাবেন। কোথাও পানি জমে এডিসের লার্ভা জন্মাতে পারে এমন পাত্র উল্টিয়ে রাখবেন।

বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনের সময় অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন (টেনু) প্রমুখ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ