ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ডিএমপির সর্বোচ্চ নিরাপত্তায় ঈদের জামাত অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ১৭ জুন ২০২৪, ১৫:৩৩

ঢাকা মহানগরীতে পবিত্র ঈদুল আজহার সব জামাত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, সোমবার সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

ডিএমপি জানায়, পবিত্র ঈদুল আজহায় সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি তৎপরতা, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টের সংখ্যা বাড়ানোসহ পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ