প্রতিবারই কোরবানির বর্জ্য অপসারণে আটঘাট বেঁধে মাঠে নামে ঢাকার দুই সিটি করপোরেশন। পূর্বের ধারাবাহিকতায় এবারও বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র। একে ঘোষণা বললে ভুল হবে তা রীতিমতো আল্টিমেটাম। কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এছাড়া সবাইকে অবাক করে দিয়ে ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
কোরবানির পশুর হাট ও কোরবানি উপলক্ষে জবাইকৃত পশুর বর্জ্য অপসারণের মাধ্যমে নগরবাসীকে দ্রুত একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দিতে এ সময়ে সংস্থাটির প্রায় ১০ হাজার কর্মী মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে থাকে। এসব বর্জ্য সংগ্রহ ও স্থানান্তরে নিয়োজিত থাকে বিভিন্ন ধরনের প্রায় অর্ধসহস্র যান-যন্ত্রপাতি।
তাই এ ধরনের মহাযজ্ঞ তদারকিও একটি বড় রকমের প্রতিকূলতা (চ্যালেঞ্জ)। সেই প্রতিকূলতা অতিক্রমে সংস্থাটি বেছে নেয় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক প্ল্যাটফর্মকে।
মাঠপর্যায়ে বাস্তবায়িত এ বিশাল কার্যক্রম তদারকিতে খোলা হয় DSCC Live Monitoring নামে ফেসবুক গ্রুপ। এর মাধ্যমে নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করে থাকে সংস্থার ঊর্ধ্বতন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
মাঠপর্যায়ে যেসব কর্মকর্তা-কর্মচারীরা বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি ও বাস্তবায়ন করে থাকে তারা এ গ্রুপে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে তা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষকে অবহিত করে। ফলে, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হতে মাঠপর্যায়ে বাস্তবায়িত কাজের যেমনি হালনাগাদ তথ্য জানা যায়, তেমনি কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে তাও সমন্বয় করা সহজতর হয়। এতে সহজেই সম্ভব হচ্ছে বর্জ্য অপসারণ কার্যক্রমের মতো বিশাল কর্মযজ্ঞ তদারকি। ফলে, দায়িত্বশীলতা যেমন বেড়েছে তেমনি কমেছে গাফিলতি ও ফাঁকিবাজি।
এটি একটি ওপেন গ্রুপ। সংস্থার কর্মকর্তা-কর্মচারী ছাড়া বাইরের কাউকে এ গ্রুপে সদস্য করা হয় না। কিন্তু বর্জ্য অপসারণে মাঠপর্যায়ে কী কী কাজ বাস্তবায়ন করা হচ্ছে তা যে কেউ দেখতে পারে।
কোরবানির এ সময়ে ফেসবুক গ্রুপটির মাধ্যমে শুধু বর্জ্য অপসারণ-সংক্রান্ত কার্যক্রম তদারকি করা হলেও বছরের অন্যান্য সময়ে সংস্থা কর্তৃক বাস্তবায়িত অন্যান্য কার্যক্রম বিশেষত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করা হয়।
ইচ্ছে হলে আপনিও দেখে নিতে পারেন বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক মাঠপর্যায়ে বাস্তবায়িত কাজের হালনাগাদ।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ