ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

কাঙ্ক্ষিত চামড়ার দাম নেই, মন খারাপ ব্যবসায়ীদের!

প্রকাশনার সময়: ১৭ জুন ২০২৪, ১৪:২৮ | আপডেট: ১৭ জুন ২০২৪, ১৪:৩৪

রাজধানীসহ সারা দেশেই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে শুরু হয়েছে কোরবানির পশুর চামড়া বেচাকেনা। তবে প্রত্যাশা অনুযায়ী চামড়ার দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। পাইকারি ক্রেতারা বলছেন, লবণের দাম নাগালে থাকলেও অন্যান্য খরচ বাড়ায় চামড়ার বেশি দাম দিতে পারছেন না তারা।

কোরবানিদাতারা চামড়ার কোনো মূল্য পাননি। সরকার কোরবানির পশুর চামড়া প্রতি বর্গফুট হিসাবে দাম নির্ধারণ করে দিলেও এ বছরও মাঠ পর্যায়ে কার্যকর হয়নি।

আজ সোমবার (১৭ জুন) রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কথা হয় পশুর চামড়ার মৌসুমি ও খুচরা বিক্রেতা এবং পাইকারি ক্রেতাদের সঙ্গে।

নিষিদ্ধ জানার পরও কিছুটা লাভের আশায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সায়েন্স ল্যাবের অস্থায়ী এ বাজারে চামড়া নিয়ে এসেছেন খুচরা বিক্রেতা ও মৌসুমি ব্যবসায়ীরা। সকাল ১০টায় শুরু হলেও বেচাকেনা জমে ওঠে দুপুর নাগাদ।

মিরপুর থেকে এখানে ২৭টি চামড়া নিয়ে এসেছেন মৌসুমি ব্যবসায়ী মো. সেলিম। বড় লাভের আশা থাকলেও তা হয়ে ওঠেনি এ মৌসুমি বিক্রেতার। তিনি বলেন, প্রত্যাশা অনুযায়ী চামড়ার দাম মিলছে না।

রাজধানীর বিভিন্ন জায়গায়, বড় আকারের প্রতিটি গরুর চামড়া বিক্রি হয়েছে ৬০০-৮০০ টাকা দরে। মাঝারি চামড়ার দাম উঠেছে সর্বোচ্চ ৫০০-৬০০ টাকা। আর খাসি ও বকরির চামড়া বিক্রি হয়েছে ২৫-৩০টাকায়। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, কেউ সামান্য লাভে, কেউ আবার লোকসানেই চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন। আর পাইকারি ক্রেতারা বলছেন, লবণের যথেষ্ট সরবরাহ ও দাম নাগালের ভেতর থাকলেও অন্যান্য খরচ বাড়ায় কম দামেই চামড়া কিনতে বাধ্য হচ্ছেন তারা।

গত বছরের চেয়ে এবার সর্বোচ্চ ৫ টাকা বাড়িয়ে রাজধানীতে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫-৬০ টাকা, আর রাজধানীর বাইরে বাড়ানো হয় প্রতি বর্গফুটে ৭ টাকা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ