কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ পরিস্থিত অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, বিরাজ করতে পারে অস্বস্তিভাব।
আজ সোমবার (১৭ জুন) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, গোপালগঞ্জ, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাগুরা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ পরিস্থিতি ৩ দিন অব্যাহত থাকতে পারে।
দেশের বেশ কিছু জায়গাতেই তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রির ওপরে, যা তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাম্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে।
এ তিন দিন জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ