ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

জেনে নিন কেমন যাবে ঈদের দিন

প্রকাশনার সময়: ১৭ জুন ২০২৪, ০৮:০৪

রংধনু আসে রঙের টানে সুবাস আসে ফুলের টানে, বন্ধু আসে বন্ধুত্বের টানে মন চলে যায় মনের টানে, ঈদ আসে খুশির টানে। প্রিয় পাঠক- শুভ সকাল। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। দিনের শুরুতেই জানিয়ে দেব ঈদের দিন কেমন যাবে, কেমন হবে আবহাওয়া-

আজ নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন। নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের দিন। ঘুম থেকে উঠেই ভাবছেন দিনটা কেমন যাবে? জেনে নিন আজকের আবহাওয়া-

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আজ ঈদের দিন দেশের অনেক এলাকাতেই হতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ সোমবার (১৭ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আকাশে মেঘের ঘনঘটা আপনি ব্যাগে নিয়ে বের হলে সঙ্গে ছাতা এবং বোতলভর্তি পানি নিতে ভুলবেন না। পথেই ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। খানিক পরই আকাশে রোদের ঝলকানি দেখা দিতে পারে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ