আগামীকাল শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আর এ নিয়ে চলছে প্রস্তুতির তোড়জোড়। নগরবাসীর মধ্যে কেউ ছুরি শাণ দিতে ব্যস্ত, আবার কেউ কসাইয়ের খোঁজে ব্যস্ত সময় পার করছেন। এদিকে অতিরিক্ত ইনকামের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কোরবানির পশু কাটাতে শতাধিক কসাই ঢাকা আসার প্রস্তুতি নিয়েছেন। ট্রেন, বাস, লঞ্চে করে অর্ধশতাধিক কসাই ঢাকা পৌঁছে গেছেন। কোরবানির তিন দিনে তারা অধিক পরিমাণ টাকা আয় করবেন বলে জানান।
কসাইরা জানান, কোরবানির ঈদের আগেই ঢাকার অনেকে কসাই বুকিং দিয়ে রেখেছেন। এ কারণে ২-৩ দিন আগেই ঢাকায় সবাইকে পৌঁছাতে হবে। এক লাখ টাকার একটি গরুতে একজন কসাইকে দিতে হবে ৩০ হাজার টাকা বলে তারা জানান।
বরকত নামে একজন কসাই বলেন, আমরা কয়েকজন প্রতি ঈদেই গরু কাটার জন্য ঢাকায় আসি। এর মূল দায়িত্বে থাকি আমি। দুই ঈদ বাদে বাকি সময় গ্রামেই গরু কাটার কাজ করি। কিন্ত ঈদে বাড়তি আয়ের জন্য ঢাকায় আসা হয়। এতে করে আমাদের ভালো একটা ইনকাম হয়।
শফিক নামে একজন জানান, গ্রামে এখন ধান কাটা শেষ। তাই অবসর সময়কে কাজে লাগিয়ে বাড়তি আয়ের জন্য ঢাকায় গরু কাটতে আসা। আর গরু কাটার এ কয়েকদিনে ভালো একটা ইনকাম করতে পারবো।
রাজধানীর বসুন্ধরায় থাকেন রনি নামে একজন চাকরিজীবী। তিনি জানান, ঈদে কোরবানির মাংস কাটার জন্য গ্রাম থেকে দুইজন কসাইকে ঈদের আগের দিন নিয়ে এসেছি। তাদের আমি একমাস আগে থেকেই বুকিং করে রেখেছি। কারণ শেষ মুহূর্তে কসাই পাওয়া মুশকিল হয়ে যায়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ