ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

এবার অলিগলিতে খাসি বিক্রেতারা

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৪, ১৫:৫০ | আপডেট: ১৬ জুন ২০২৪, ১৬:২১
নয়া শতাব্দী

শেষ মুহূর্তে কোরবানির পশুর ক্ষুদ্র বিক্রেতারা রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে খাসি বিক্রির জন্য ঘুরে বেড়াচ্ছেন। ঢাকার প্রায় সব এলাকায় সকাল থেকে দেখা গেছে বিক্রেতাদের আনাগোনা। অনেকেই বিভিন্ন বাড়ির সামনে দাঁড়িয়ে খাসি বিত্রিুর জন্য হাঁকডাক দিয়েছেনে। এ সময় ত্রেুতাদের কেউ কেউ পছন্দের খাসি কিনেছেন, আবার কেউ পিছিয়ে গেছেন। রোববার (১৬ জুন) দুপুরে রাজধানীতে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, এবার দাম তুলনামূলক কম হওয়ায় হাটে ছোট খাসির চাহিদা বেশি। তবে শেষ মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে কিছু বিত্রিু-বাট্টা হয়। সেজন্য তারা বিভিন্ন এলাকায় খাসি নিয়ে ঘুরছেন। তারা জানিয়েছেন, ১০ হাজার টাকার মধ্যেই ছোট সাইজের খাসি কিনতে পারবেন ক্রেতারা। এছাড়া মাঝারি সাইজের একটি খাসির দাম পড়ছে ১০-১৫ হাজারের মধ্যে। এছাড়া বড় খাসির দাম ১৮ থেকে ৩০ হাজার।

রবিন নামের একজন বিক্রেতা মালিবাগ এলাকায় চারটি খাসি বিক্রির জন্য এসেছেন। তিনি একজোড়া ছোট সাইজের খাসির দাম চাইলেন ২৬ হাজার টাকা। ক্রেতা আসলাম ৯ হাজার করে একজোড়া ১৮ হাজার টাকা দাম বললেন। বিত্রেুতা রাজি না হওয়ায় ত্রেুতা সবশেষ ২০ হাজার টাকা দাম বললেন। তাতেও বিক্রেতা রাজি না হওয়ায় ২২ হাজার টাকায় ওই খাসি কিনলেন ক্রেতা রবিন।

এদিকে রাজধানী বিভিন্ন হাটেও খাসি বিক্রি হচ্ছে। ঢাকার মেরাদিয়া হাটে রহমান নামের আরেক পাইকার বলেন, ১০ হাজার টাকা থেকে শুরু করে ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত খাসি বিক্রি হচ্ছে।

তিনি জানান, মানুষ এখন খাসি একাই কোরবানি দেয়। সে জন্য ছোট সাইজের খাসির চাহিদা বেশি।

অপরদিকে ক্রেতারা বলছেন, খাসির দাম কম হওয়াতে কেনাকাটা অনেকটা স্বস্তি পেয়েছেন তারা।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ