ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

শেষ সময়ে সবাই খুঁজছেন ‘ছোট গরু’

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৪, ১৪:৩৬

আগামীকাল সোমবার (১৭ জুন) সকাল হতে শুরু হবে কোরবানির প্রক্রিয়া। এদিন বাংলাদেশসহ বিভিন্ন দেশে কোরবানি দেবেন ইসলাম ধর্মাবলম্বীরা। আর এই কোরবানিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন পশুর হাটে শেষ মুহূর্তের কেনা-বেচা চলছে। তবে বিভিন্ন হাটে দেখা গেছে, ছোট গরুর চাহিদার বেশি। তবে এবছর যারা হাটে আসছেন তারা কম দামে ছোট কিংবা মাঝারি সাইজের গরুই বেশি কিনছেন। আর যারা একটু বড় গরু কিনছেন তারা কেউ হাটে আসছেন না।

রোববার (১৬ জুন) সরেজমিনে রাজধানীর হাজারীবাগসহ বিভিন্ন হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, এখন ৭০, ৮০, ৯০ এবং সর্বোচ্চ ১ লাখ টাকার মধ্যে গরু বেশি বিত্রিু হচ্ছে। এর মধ্যে সাইজে ছোট গরু ৭০-৮৫ এবং মাঝারি সাইজের গরু ৮০ হাজার থেকে ১ লাখ টাকা দামে বিক্রি হচ্ছে। আর বড় সাইজের গরু ন্যূনতম ১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ বা আরও বেশি দাম চাওয়া হচ্ছে।

যশোর থেকে পাইকার জমির উদ্দিন রাজধানীর হাজারীবাগ গরুর হাটে এসেছেন। তিনি বলেন, এ বছর যারা হাটে আসছেন তারা কম দামে ছোট কিংবা মাঝারি সাইজের গরু বেশি কিনছেন। আর যারা একটু বড় গরু কিনছেন তারা কেউ হাটে আসছেন না। শেষ সময়ে এসেও ঘাটতি বেশি ছোট ও মাঝারি আকারের গরু। এবার অধিকাংশ ক্রেতা হাটে ঢুকেই মাঝারি গরু খুঁজছেন। ফলে বড় সাইজের গরুর কি হবে তা নিয়ে তারা এখন দুশ্চিন্তায় পড়েছেন।

অপরদিকে এখনো দল বেঁধে গরু কিনতে আসতে দেখা গেছে ক্রেতাদের। দুপুর একটার দিকে হাটের উত্তর পাশের গেট সংলগ্ন এলাকায় দেড় লাখ টাকা চাওয়া গরু ৮০-১ লাখ টাকায় কেনার জন্য দামাদামি করতে দেখা গেছে।

মাসুম নামের এক ক্রেতা বলেন, এখন আর খুব বেশি গরু হাটে নেই। আমাদের গরু রাখার জায়গা নেই। সেজন্য শেষ সময়ে কিনতে এসেছি। সর্বোচ্চ ১ লাখ টাকা আমার বাজেট। হাটে ঘুরেফিরে দেখছি। দামাদামি করছি। আমার কাছে মনে হচ্ছে, এখনো বিক্রেতারা দাম ধরে রাখছেন। এখন যারা হাটে আছেন তাদের অধিকাংশই পাইকার। কৃষকের কাছ থেকে গরু কিনে এনেছেন। সেজন্য সর্বোচ্চ লাভ না হলে গরু ছাড়বেন না। এই হাটে গরু না পেলে গাবতলী চলে যাব।

স্ত্রী, বড় বোন এবং দুই মেয়েকে নিয়ে গরু কিনতে আসা আরিফ ইসলাম বলেন, সবাই মিলে গরু কিনতে এসেছি। এটি অন্যরকম আনন্দের ব্যাপার। গরুর দাম কমই মনে হচ্ছে। ৭০-৮০ হাজার টাকায় মোটামুটি ছোট দেখে একটি গরু কেনার জন্য এসেছি। এখনো ঘুরেফিরে দেখছি। যেটা পছন্দ হচ্ছে সেটার দাম আবার বেশি চাইছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ