রাজধানীর সদরঘাটে সিঁড়িতে রেলিং না দেওয়ায় ও নিয়ম না মেনে পন্টুনে ভেড়ানোর চেষ্টা করায় দুটি লঞ্চকে জরিমানা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার (১৫ জুন) সকালে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র উপপরিচালক এহতেশামুল পারভেজ।
তিনি বলেন, বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা নদী বন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় এমভি গ্লোরী অব শ্রীনগর-৭ লঞ্চটির সিঁড়িতে রেলিং না দেওয়ায় ৩ হাজার টাকা এবং এমভি জামাল-৯ লঞ্চটি নিয়ম না মেনে বার্দিং করার চেষ্টা করলে এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নৌ-পুলিশ, আনসার ও বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুন্সী মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সকালের দিকে সদরঘাটে যাত্রীদের তেমন ভিড় ছিল না। বিকেলে যাত্রীর চাপ বাড়তে পারে। আমরা সদরঘাটে গিয়ে কিছু অনিয়ম পেয়েছি। এজন্য দুটি লঞ্চকে জরিমানা করা হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ