শিশিরের ছোঁয়ায় ফুটেছে ফুল, তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল, কিচির মিচির করে ডাকছে পাখি, বন্ধু তুমি খোল আঁখি। মায়াবি একটা সকাল, মিষ্টি একটা সূর্য, বিশাল একটা আকাশ, এলোমেলো বাতাস, সবুজ সবুজ ঘাস, অপরূপ পাখির ডাক, সুন্দর একটা দিন, সবাইকে জানাই গুড মর্নিং-
প্রিয় পাঠক আজ আর একটি দিন আরও একটি নতুন সকাল। ঘুম থেকে উঠেই ভাবছেন দিনটা কেমন যাবে? আমরা জানিয়ে দেব আজকের দিনটি কেমন যাবে আপনার-
আজ শনিবার (১৫ জুন) আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে- সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
চলছে বর্ষাকাল। যখন তখন শুরু হয়ে যায় ঝুম বৃষ্টি। এ সময় আকাশের অবস্থা বুঝতে পারাটা কঠিন। হুট করেই আকাশের মন খারাপ হয়ে যায়, আবার পরক্ষণেই সে মিষ্টি রোদ হেসে ওঠে। তবে বর্ষায় একটু সতর্ক না হলে আকাশের এ দুষ্টমি আপনাকে ঠিকই বিপদে ফেলে দিতে পারে। আপনি ব্যাগে নিয়ে বের হলে সঙ্গে ছাতা এবং বোতলভর্তি পানি নিতে ভুলবেন না।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ