ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জেনে নিন আজকের আবহাওয়া কেমন থাকবে

প্রকাশনার সময়: ১৪ জুন ২০২৪, ০৭:৫৭ | আপডেট: ১৪ জুন ২০২৪, ০৮:০৫

রাতের আঁধার পালিয়ে গেছে সূর্য মামার ভয়ে, পাখিগুলে গান গাইছে এক ফালি রোদ জানান দিচ্ছে- শুভ সকাল। সকাল মানেই ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভোরের আলো নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে আশা বাড়িয়ে দেয়া হাত। সবাইকে জানাই সুপ্রভাত।

প্রিয় পাঠক আজকের দিনটি কতটা সুন্দর হবে তা সকালের শুরুটাই বলে দেবে। দেশের ছয় অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (১৪ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আকাশে মেঘের ঘনঘটা আপনি ব্যাগে নিয়ে বের হলে সঙ্গে ছাতা এবং বোতলভর্তি পানি নিতে ভুলবেন না। পথেই ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। খানিক পরই আকাশে রোদের ঝলকানি দেখা দিতে পারে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ