পাখি জেগেছে গাইবে গান নতুন দিনের আহ্বান, সূর্য উঠেছে দেবে আলো দিনটা কাটুক সবার ভালো, জেগেছে মাঝি তুলবে পাল, সবাইকে- শুভ সকাল। প্রিয় পাঠক আজ আর একটি দিন আরও একটি নতুন সকাল। দিনের শুরুতেই জেনে নিন কেমন যাবে আজকের আবহাওয়া-
কয়েকদিন ধরেই চলছে ভ্যাপসা গরম। বৃষ্টির দেখা মিললেও হঠাৎ এসে, হঠাৎ যেন মিলিয়ে যাওয়ার মতো লুকোচুরি চলছে। এতে গরম কমার বদলে আরও দুর্ভোগ বাড়ে। তবে উত্তরপূর্বাঞ্চলে প্রতিদিনের বৃষ্টি বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে।
আজ বুধবার (১২ জুন) আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, সকাল ৯টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।
আকাশে মেঘের ঘনঘটা পথেই ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। খানিক পরই আকাশে রোদের ঝলকানি দেখা দিতে পারে। তাই সঙ্গে রাখুন ছাতা ও বোতলভর্তি পানি।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ