ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

আদাবরে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ১ জনের

প্রকাশনার সময়: ১১ জুন ২০২৪, ১৩:৪৬ | আপডেট: ১১ জুন ২০২৪, ১৪:১৮

রাজধানীর আদাবর বেড়িবাঁধ এলাকায় ভাঙারির দোকানে পুরোনো গ্যাস সিলিন্ডার ভাঙার সময় বিষাক্ত গ্যাসে কবির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর দোকানদার কালুর ছেলে শান্তকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) ভোরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ইয়াসিন বলেন, ভোরে গ্যাস সিলিন্ডার পরিষ্কার করার সময় গ্যাসের গন্ধ বের হচ্ছিল। তখন কয়েকজন দোকানদার কালুকে বলেন, কী পরিষ্কার করছেন, এত গন্ধ বের হচ্ছে। তিনি গ্যাস সিলিন্ডার পরিষ্কার করা হচ্ছে বলে জানান। এরপর আমরা শুনি ওই ঘটনায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন এবং একজন মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস সিলিন্ডার কাটার সময় গ্যাস বের হয়ে আশপাশের বেশ কয়েকজনকে অসুস্থ করে। তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়া মো. আবুল হাশেম নামে এক ব্যক্তি বলেন, আমি এখানে একটি ডেভেলপার কোম্পানির জায়গা দেখাশোনা করি। ভোরে গ্যাসের গন্ধে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি। তখন আমাকে সিএনজিতে করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্যাসের গন্ধে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে আসি। এখানে অন্তত ১৫-১৬ জন অসুস্থ হয়ে পড়েন, যার মধ্যে একজন মারা গেছেন। তিনি এখানে বেড়াতে এসেছিলেন।

আদাবর থানার পরিদর্শক (অপারেশন) মিন্টু চন্দ্র বণিক জানান, আমরা ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানিয়েছি। তারা এসে কাজ শুরু করেছে। এ ঘটনায় ভাঙারি দোকানদার কালুর ছেলে শান্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে দোকানদার কালু পলাতক। ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ