শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

প্রখর রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত

প্রকাশনার সময়: ০৯ জুন ২০২৪, ১৪:০১ | আপডেট: ০৯ জুন ২০২৪, ১৭:৪৩

গরম, ঘাম, বৃষ্টি ও রোদের তেজ সব মিলে ভ্যাপসা গরম জনজীবনে এক আতঙ্কের নাম। একদিকে আম, কাঁঠাল, লিচুর মতো মৌসুমি ফলের ছড়াছড়ি অন্যদিকে প্রখর রোদে নাজেহাল অবস্থা। শহরে গরম যেন এক অভিশাপেরই নাম! মানুষজনের হাঁসফাঁস অবস্থা সবখানেই।

বাইরে বের হলেই অস্বস্তিকর অভিজ্ঞতা। লেবুর শরবত কিংবা লাচ্ছি দেদার বিক্রি হয়। বরফজল মেশানো ঠান্ডা শরবত খেয়ে পথিক তৃষ্ণা মেটায়। করপোরেট যুবকের শার্ট ভিজে যায় কখনো ঘামে কখনো বৃষ্টিতে। মেয়েরা চিন্তিত থাকে তাদের স্কিন নিয়ে। রোদ, ধুলো আর বৃষ্টি অশান্তি থেকে মুক্তি চায় শিশু থেকে বৃদ্ধ সবাই।

বর্ষাবাহী মৌসুমি বায়ু দেশে প্রবেশ করেছে। অতঃপর ক্রমশ সারা দেশে বিস্তৃত হলেও গরম কমছে না। ভ্যাপসা গরমে মানুষের গলদঘর্ম দশা। আর্দ্রতাজনিত চরম অস্বস্তির আবর্তে হাঁপিয়ে উঠছে জনজীবন। দিনের বেলায় সূর্যের তপ্ত কিরণ, রাতেও নিস্তার নেই গরম থেকে। ফ্যানের বাতাসে ও ছায়াযুক্ত জায়গায়ও ঘেমে যাচ্ছে মানুষ।

কখনো টানা, কখনোবা দু-এক পশলা বৃষ্টি হয়। কখনো ঝিরিঝিরি মিষ্টি বাতাস বয়ে যায়, কখনোবা পড়ে ভ্যাপসা গরম। মেঘলা আকাশ, গুমট গরম। ঝমঝমানি জৈষ্ঠের বৃষ্টি। প্রবল বৃষ্টি থাকে ঘণ্টাখানেক বা কখনো আধ ঘণ্টা। গাছপালা কম থাকায় শহরাঞ্চলে ভ্যাপসা গরমের মাত্রা আরও বেশি থাকে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বাতাসে জলীয় বাষ্প এর মূল কারণ। জ্যেষ্ঠ মাসে বাংলাদেশে কখনো কখনো কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি পর্যন্ত উঠে যায়। কিন্তু বাতাসে জলীয় বাষ্প কম থাকায় মানুষের শরীর থেকে ঘাম কম বের হয়। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় গরম বেশি অনুভূত হয়। তাই অস্বস্তি বেড়ে যায়।

এদিকে, বাতাসের অতিমাত্রায় আর্দ্রতার কারণে নতুন করে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকে। মাত্রাতিরিক্ত গরমে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারী বৃষ্টির পর এত তাপ ও অসহনীয় গরমের কারণ কী, তা জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, মাটির সুপ্ত তাপ ছাড়তে সাহায্য করেছে বৃষ্টি, যার কারণে পরিবেশ উষ্ণ হচ্ছে। এ কারণে, কোনো তাপদাহ বা উচ্চ তাপমাত্রা না থাকলেও অস্বস্তি অনুভূত হচ্ছে। এটি মূলত ভ্যাপসা গরমের কারণে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ