রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ১৫:৫৩ | আপডেট: ০৪ জুন ২০২৪, ১৬:২২

গত কয়েক দিন ধরে কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে এনে দিয়েছে স্বস্তি। এর মধ্যে অনেকেই আবার নিজেকে একটু ভিজিয়ে নিয়েছেন। এক পশলা বৃষ্টিতে রাজধানীর আবহাওয়া হয়েছে শীতল।

মঙ্গলবার (৪ জুন) বেলা ৩টার দিকে আকাশ জুড়ে মেঘের খেলা শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টির সঙ্গে রয়েছে হালকা মৃদু বাতাস।

রামপুরা, খিলক্ষেত, নিকুঞ্জ ও এয়ারপোর্ট সহ রাজধানীর কয়েকটি জায়গায় এই স্বস্তির বৃষ্টি নেমে আসে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, দেশের সব বিভাগে তিন দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে সারা দেশেই মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (৫ জুন) দিন ও রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ