ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ জিলহজ ১৪৪৫

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৪ জুনের অগ্রিম টিকিট 

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ০৮:৫৪

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের টিকিট কিনতে হচ্ছে অনলাইনে। আজ বিক্রি হচ্ছে ১৪ জুনের টিকিট।

আজ মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হবে।

এর আগে সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার মধ্যেই পশ্চিমাঞ্চলের ১৬ হাজার টিকিটের প্রায় সব বিক্রি হয়ে যায়। অর্থাৎ সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১৬ হাজার টিকিটের বিপরীতে টিকিট কাটার চেষ্টা হয়েছে এক কোটি নব্বই লাখ বার। আর প্রথম আধা ঘণ্টায় সার্ভারে হিট পড়েছে প্রায় ২ কোটি বার।

একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রায় সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট ক্রয় করতে পারবেন। এ ক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম সংযুক্ত করতে হবে। ঈদযাত্রার এ টিকিট রিফান্ড করা যাবে না।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ