ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

রেলের টিকিট: আধা ঘণ্টায় ৬০ লাখ হিট

প্রকাশনার সময়: ০২ জুন ২০২৪, ১৩:৩৫

রেলের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রোববার (২ জুন) প্রথমদিন সকাল ৮টা থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২টি ট্রেনের মোট ৩২ হাজার টিকিট বিক্রি হয়েছে।

এদিন সকালের শিফটে পশ্চিমাঞ্চলের ১৬ হাজার টিকিটের জন্য প্রথম আধা ঘণ্টায় সার্ভারে ৬০ লাখ বার হিট হয়েছে। বরাবরের মতো অনলাইনে বিড়ম্বনার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বিগত বছরগুলোর তুলনায় অনলাইনের সক্ষমতা বেড়েছে।

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, কাউন্টারের সামনে চিরচেনা ভিড় নেই। যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হচ্ছে না। ঈদুল আজহার টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় এই ঈদেও এমন চিত্র।

এদিন সকাল ৮টা থেকেই টিকিটপ্রত্যাশীদের ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে জয়ী হয়ে যারা টিকিট নামের সোনার হরিণ পেয়েছেন তারা স্বস্তি প্রকাশ করছেন।

তবে না জেনে অনেকেই টিকিট কাটতে কাউন্টারে এসে বিড়ম্বনায় পড়েছেন।

এক যাত্রী বলেন, অনলাইনে টিকিট বিক্রির বিষয়ে না জানার কারণে কাউন্টারে এসেছিলাম। আমার মতো অনেকেই কাউন্টারে এসে ফিরে গেছেন।

সার্ভারের সক্ষমতা বেড়েছে দাবি করে কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, টিকিট বিক্রির শেষদিন পর্যন্ত সার্ভার স্বাভাবিক থাকবে বলে আশা করছি।

ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি ৬ জুন পর্যন্ত চলবে। আর ১২ জুন থেকে যাত্রা শুরু হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ