ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

চিরকুট লিখে প্রেমিককে খুন করে লাপাত্তা কানাডাপ্রবাসী

প্রকাশনার সময়: ০২ জুন ২০২৪, ১১:০৬ | আপডেট: ০২ জুন ২০২৪, ১১:১০

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। একজন থাকেন জাপানে, একজন কানাডায়। দেশে এলেন কদিনের জন্য। ভাড়া নেন ফ্ল্যাট। মাত্র একদিনের মাথায় চিরকুট লিখে প্রেমিককে খুন করে লাপাত্তা কানাডাপ্রবাসী নারী, যাকে এখন খুঁজছে পুলিশ।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে আরিফুল ইসলাম নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর এমন তথ্যই দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ধারণা, দীর্ঘদিনের ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, নিহত আরিফুল জাপানপ্রবাসী। আর খুনে অভিযুক্ত প্রেমিকা পারভীন আক্তার কানাডাপ্রবাসী।

পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকায় ৭ দিনের জন্য একটি ফ্ল্যাট ভাড়া নেন তারা দুজন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১৭ মে বিকাল সোয়া ৪টায় তারা সেখানে ঢুকেন। পরদিন ১৮ মে ভোর ৬টায় তড়িঘড়ি করে বের হয়ে যান ওই নারী। এরপর আর কোনো খোঁজ নেই কারও।

মাটি প্রপার্টিজের বাসাটি অনলাইনে ভাড়া নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, ১৭ মে স্বামী-স্ত্রী পরিচয়ে আরিফুল ইসলাম (২৮) ও পারভীন আক্তার (৩৪) সাত দিনের জন্য ওই বাসায় ওঠেন। শনিবার (১ মে) মাটি প্রপার্টিজ থেকে ফোন পাওয়ার পর ওই বাসায় গিয়ে একজনের লাশ দেখতে পায় পুলিশ। তার বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

বাসায় থাকা বিভিন্ন কাগজপত্র দেখে লাশটি জাপান প্রবাসী আরিফুল ইসলামের বলে শনাক্ত করা হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা রাজন বলেন, আরিফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, বছর খানেক আগে দেশে এক জাপানি নারীর সঙ্গে আরিফুলের পরিচয় হয়। পরে সেই নারী আরিফুলকে জাপানে নিয়ে যান। বিয়ে করে তারা সেখানেই বসবাস করছিলেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ