ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে আগামীকাল গণমিছিল

প্রকাশনার সময়: ৩০ মে ২০২৪, ১৮:০৮

দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বেসামরিক নারী-পুরুষ-শিশু গণহত্যা বন্ধ, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বায়তুল মুকাদ্দাস মুক্ত করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামীকাল বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ মে) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে স্মরণকালের এ বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবে।

গণমিছিলে নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

বক্তব্য রাখবেন- নেতৃস্থানীয় ওলামা মাশায়েখ, জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ইতোমধ্যেই, গণমিছিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগর, ঢাকা জেলা থেকে সংগঠনের সকল নেতৃবৃন্দ গণমিছিলে শরীক হওয়ার সকল প্রস্তুতি নিয়েছেন। গণমিছিল স্মরণকালের বৃহত্তর গণসমূদ্রে পরিণত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে গণমিছিলে যোগদান করার জন্যে ঢাকা মহানগর, ঢাকা জেলা ও আশপাশের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়াও দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও পৃথক পৃথকভাবে গণমিছিল সফলের আহ্বান জানিয়ে বিবৃতিতে দিয়েছেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, সেক্রেটারী মুফতী মানসুর আহমদ সাকী, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর, মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, সেক্রেটারী জেনারেল মুনতাছির আহমাদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিয়ুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম।

পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ শুক্রবারের গণমিছিল সফলের মাধ্যমে ইসরাইলের বর্বরতা রুখে দিতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে পবিত্র বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করে মুসলমানের কব্জায় নিয়ে আসতে হবে। সেইসঙ্গে বিশ্বের মুসলিম দেশগুলোকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ