ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আনার হত্যার বিচার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশনার সময়: ২৮ মে ২০২৪, ১৯:৩১ | আপডেট: ২৮ মে ২০২৪, ১৯:৩৩

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ না পাওয়া গেলে বিচার প্রক্রিয়ায় কোনো জটিলতা তৈরি হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এমপি আনারকে যারা হত্যা করেছে তারা তো স্বীকার করেছে।

মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এমপি আনারকে যারা হত্যা করেছে তারা তো স্বীকার করেছে। তবে তার মরদেহ সম্পর্কে আমাদের কাছে এখনও স্পষ্ট কোনো খবর নেই। কিন্তু আমরা বসে নেই, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

আশা করি কিছু তো মিলবে জানিয়ে তিনি বলেন, আমাদের গোয়েন্দা সদস্যরা সেখানে (ভারতে) গেছেন। মরদেহ উদ্ধার করা ছাড়া বাকি রহস্য আমাদের কাছে চলে আসছে।

এ সময় ঈদের আগে ও পরের ৩ দিন সড়ক মহাসড়কে যাত্রী ও পচনশীল পণ্য ছাড়া অন্য কিছু পরিবহন করা যাবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, সারাদেশে ৪ হাজার ৪৬০টি পশুরহাট বসবে। এ সময় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পশুবাহী পরিবহনের গায়ে যাত্রা ও গন্তব্যের স্থান লিখতে হবে। রাস্তার ওপরে কোনো পশু নামানো যাবে না।

নয়াশতব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ