ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে দিনভর তীব্র ঝড় ও বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে পৃথক স্থানে দুই নারীসহ তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তারা হলেন মরিয়ম (৪৫), মো. রাকিব (২৫) ও লিজা আক্তার (১৫)।
সোমবার (২৭ মে) রাতে এসব ঘটনায় খিলগাঁও থানা এলাকায় দুজন এবং যাত্রবাড়ীতে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
যাত্রাবাড়ীতে মারা গেছে লিজা আক্তার নামের ১৫ বছর বয়সী এক কিশোরী। সে নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে। যাত্রাবাড়ীর এক বাসায় তার পরিবার ভাড়া থাকে।
তার বোন মরিয়ম জানান, বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে লিজা বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, লিজা আগেই মারা গেছে।
রাত ১১টার দিকে খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকার আইসক্রিম গলিতে জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়ে যাওয়ার সময়ে বৈদুতিক খুঁটিতে স্পর্শ লেগে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম নামের ৪৫ বছর বয়সী এক নারী।
নাহিদ নামের স্থানীয় এক যুবক জানান, মরিয়মকে তারা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাছাকাছি সময়ে খিলগাঁওয়ের তালতলায় ব্যাটারিচালিত রিকশা চার্জে দেওয়ার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন মো. রাকিব নামের ২৫ বছর বয়সী এক রিকশা চালক। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই গ্যারেজেরই আরেক রিকশচালক নাজমুল হাসপাতালে সাংবাদিকদের জানান, রাকিবের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামে। তার বাবার নাম মো. দুলাল মিয়া।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালে ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সবার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ