দেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, তা না হলে দেশের মানুষ আন্দোলন করত। আজ সোমবার (২৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, ‘দ্রব্যমূল্য পরিস্থিতি বর্তমানে সহনশীল অবস্থায় রয়েছে। রাস্তায় কোনো মিছিল মিটিং হচ্ছে না, মানুষ রাস্তায় নামছে না, দেশের মানুষ ভালো আছে।
দেশে চালের কোনো ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের বাজারে চালের দাম স্থিতিশীল আছে। কোনো ঘাটতি নেই।’
পেঁয়াজ আমদানি উন্মুক্ত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক আছে। সামনে কোনো সমস্যা হবে না।
এর আগে দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
নয়াশতাব্দী/ জিএসমন্তব্য করুন
আমার এলাকার সংবাদ