ঢাকা, রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

১৭ ঘণ্টা পর চালু হলো শাহ আমানত বিমানবন্দর 

প্রকাশনার সময়: ২৭ মে ২০২৪, ১১:৪৯ | আপডেট: ২৭ মে ২০২৪, ১১:৫৫

ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ হওয়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১৭ ঘণ্টা পর চালু হয়েছে। সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

আজ সোমবার (২৭ মে) ভোর ৫টায় বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল সোয়া ১০টায় তিনি বলেন, এখনো পর্যন্ত তিনটি ফ্লাইট এসেছে, দুটি চলে গেছে। আরেকটি ফ্লাইট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল তিনি বলেন, ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার ভোর ৫টা থেকে যথারীতি নিয়মিত কার্যক্রম শুরু করেছে। এয়ারফিল্ড এবং রানওয়ের সব ন্যাভিগেশন সাপোর্টসহ দৃঢ়ভাবে সক্রিয় রয়েছে।’

এর আগে আবহাওয়া অধিদফতর থেকে চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর পর রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ