ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

মেট্রোরেলের পিলারে ধাক্কা, দুমড়েমুচড়ে গেল ট্রাক

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ১০:৫৪

রাজধানীর আগারগাঁও ট্রাফিক মোড়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে একটি মাটিবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে মেট্রোরেলের পিলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৪ মে) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর জোনের ট্রাফিক পরিদর্শক গোলাম রব্বানী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৩টায় আগারগাঁও মোড়ে শাহ ফতেহ আলী বাসের সঙ্গে মাটিবোঝাই ড্রামট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি সজোরে ধাক্কা দেয় মেট্রোরেলের পিলারে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের পিলার।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিশুমেলার সামনে থেকে আসা বাসটিকে পাশের রাস্তা ফার্মগেট থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও ঘটনাস্থলেই পড়ে আছে ট্রাকটি। এতে যান চলাচলে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।

নয়াশতাব্দী/ জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ